Prothom Kolkata

Popular Bangla News Website

ফের কংগ্রেসে ভাঙন! মমতার হাত ধরে উত্তরপ্রদেশের ২ নেতা তৃণমূলে

1 min read

।। প্রথম কলকাতা ।।

সোমবার শিলিগুড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উত্তরপ্রদেশের দুই কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও ললিতেশপতি ত্রিপাঠী তৃণমূলে যোগ দিলেন। এঁরা দুইজনেই হলেন কমলাপতি ত্রিপাঠীর নাতি। প্রসঙ্গত, দুই জনেই কংগ্রেস ত্যাগ করে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন।

বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে উত্তরবঙ্গ সফরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগদান করেন কংগ্রেসের দুই নেতা। সর্বদা সব ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই ইস্যুকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দলে যোগদানকারী প্রাক্তন কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও ললিতেশপতি ত্রিপাঠী তৃণমূল নেত্রীর হয়ে লড়াইয়ের ডাক দেন।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ