Prothom Kolkata

Popular Bangla News Website

‘অবিচারের সময় শেষ,জম্মুর উন্নয়নকে বেলাইন হতে দেব না’ : অমিত শাহ

1 min read

।।সৌম্য বাগচী।।

গতকাল থেকে জম্মু এবং কাশ্মীর সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৭০ ধারা বিলোপের পর গতকালই প্রথম উপত্যকায় পা রাখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। উপত্যকায় তিনি ৩ দিন থাকবেন বলে জানা গিয়েছে। এবারের সফরে তিনি ঠাসা কর্মসূচি নিয়ে জম্মু ও কাশ্মীরে গিয়েছেন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চরম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আজও রয়েছে একাধিক কর্মসূচি।

আজ তিনি বলেছেন, ‍‘কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের নেতৃত্বে জম্মুতে উন্নয়নের নতুন যুগের সূচনা হয়েছে। জম্মু আগে অনেক বৈষম্যের মুখোমুখি হয়েছে উল্লেখ করে শাহ বলেন, প্রশাসন এখন নিশ্চিত করছে যে জম্মু এবং কাশ্মীরের ন্যায়সঙ্গত উন্নয়ন হয়েছে।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, এখন বাল্মীকি, পাহাড়ি, গুজর, বাকেরওয়াল ও পশ্চিম পাকিস্তানের শরণার্থী এবং মহিলা সহ সকলের প্রতি ন্যায়বিচার করা হচ্ছে।

রবিবার অমিত শাহ জম্মুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একটি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করার পর তিনি ভগবতী নগর মাঠে একটি জনসভায় ভাষণ দিতে যান। সেখানে তিনি বলেন, ‍‘কেউ কেউ এই অঞ্চলের উন্নয়নের যুগকে লাইনচ্যুত করতে চেয়েছিল, তবে সরকার নিশ্চিত করছে যে এমনটা ঘটেনি। সমাজের সকল শ্রেণীর ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ফরেস্ট রাইটস অ্যাক্টসহ বেশ কয়েকটি আইন প্রবর্তন করা হয়েছে।’

অমিত শাহ এদিন বলেন, ‘আজ আমি জম্মুতে এসেছি এটাই বলতে যে, জম্মুবাসীর প্রতি অবিচারের সময় শেষ হয়ে গিয়েছে। এখন কেউ আর আপনাদের প্রতি অবিচার করতে পারবে না।’ সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন শাসকদের প্রতি কটাক্ষ করে শাহ বলেন, ‍‘এই তিনটি পরিবার জিজ্ঞাসা করছিল আমি কী দেব? আমি কি তাদের জিজ্ঞাসা করতে পারি যেষ আপনারা এত দিন রাজত্ব করে কী দিয়েছেন? আপনারা কী করেছেন? জম্মু এবং কাশ্মীরের মানুষ চায়, আপনারা এত বছর ধরে তাঁদের জন্য কী করেছেন তা ব্যাখ্যা করুন।’

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ