Prothom Kolkata

Popular Bangla News Website

Mann Ki Baat : ভ্যাক্সিনেশনের সাফল্য তুলে নাগরিকদের অকুণ্ঠ প্রশংসা মোদীর

1 min read

।।প্রথম কলকাতা।।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মাসিক রেডিও সম্প্রচারের ‍‘মন কি বাত’-এর ৮২তম সংস্করণে দেশের জনগণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জোর দিয়েছেন ভ্যাকসিনেশনের নতুন মাইলফলককে। যদিও ‍‘মন কি বাত’ প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত হয়, তবে চলতি মাসে (অক্টোবরে) প্রধানমন্ত্রী ঐতিহ্য ভেঙে এক সপ্তাহ আগে সম্প্রচারের সিদ্ধান্ত নেন।

ভারত মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে ইনোকুলেশন অভিযান শুরু করার নয় মাস পর গত বৃহস্পতিবার কোভিড -১৯-এর বিরুদ্ধে ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সম্পন্ন করেছে। আজকের ‍‘মন কি বাত’ সম্প্রচারে শ্রোতাদের সম্বোধন করে নরেন্দ্র মোদী দেশের জনগণকে অকুণ্ঠ প্রশংসা করেছেন।

তিনি এদিনের সম্প্রচারে বলেন, ‍‘আজ ১০০কোটি কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার পর দেশ নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে। আমাদের ভ্যাকসিন কর্মসূচির সাফল্য বিশ্বের কাছে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে।’ সেই সঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ‍‘আমি আমার দেশের, আমার দেশের মানুষের ক্ষমতা সম্পর্কে ভালভাবে অবগত। আমি জানতাম যে, আমাদের স্বাস্থ্যসেবা কর্মীরা দেশবাসীকে ভ্যাকসিন দিতে কোনও সুযোগ হাতছাড়া করবেন না।’

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ

Categories