Prothom Kolkata

Popular Bangla News Website

প্রকাশ্যে “ওএমজি 2” ছবির পোস্টার, ভগবান শিবের ভূমিকায় অক্ষয় কুমার!

1 min read

।। প্রথম কলকাতা ।।

পোস্টারে অক্ষয়কে নীল চামড়ার সঙ্গে লম্বা চুল খোলা দেখা যাচ্ছে। ইয়ামি এবং পঙ্কজের সঙ্গে মুম্বাইয়ের সময়সূচি শেষ করেছেন।এরপর উজ্জয়ীর সময়সূচির জন্য অক্ষয় দলে যোগ দেবেন। কিন্তু কি ছবির শুটিং চলছে? আসলে ২০১২ সালের ছবি ওএমজি -ওহ মাই গড ছবিতে পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম অক্ষয়ের পাশাপাশি অভিনয় করতে চলেছেন।

মূল চরিত্রে পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তী, মহেশ মাজরেকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অক্ষয় তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে ছবিটির আপডেট শেয়ার করেছেন।ছবির পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন #ওএমজি২- এর জন্য আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা প্রয়োজন।

একটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে প্রতিফলিত করার জন্য আমাদের সত্‍ এবং নম্র প্রচেষ্টা।আদি মহাদেব শাশ্বত শক্তির মাধ্যমে আমাদের এই যাত্রাকে আশীর্বাদ করুক। ওএমজি – ওহ মাই গড! উমেশ শুক্লা রচিত ও পরিচালিত একটি ব্যঙ্গাত্মক কমেডি-ড্রামা চলচ্চিত্র ছিল।ওএমজি ২ রচনা ও পরিচালনা করেছেন অমিত রায় এবং কেপ অব গুড ফিল্মস, বিপুল ডি শাহ, রাজেশ বহল এবং অশ্বিন ভার্দে প্রযোজিত করেছেন।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ

Categories