Prothom Kolkata

Popular Bangla News Website

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে সলমনের ‘অন্তিম’, প্রকাশ্যে ভাইজানের স্টানিং লুক

1 min read

৷৷ প্রথম কলকাতা ৷৷

দাবাংয়ের সুপার ডুপার সাফল্যের পর এবার ফের পুলিশের চরিত্রে দেখা যাবে সলমন খানকে৷ ভাইজানের নতুন ছবি ‘অন্তিম’এ শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন সলমান খান৷ সালমান খান ও তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম—দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এ সিনেমায় শক্তিশালী ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। তাঁর চরিত্রের নাম রাজবীর৷

জানা গিয়েছে, সিনেমাটি মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে, যেটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটির গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। নভেম্বর মাসের ২৬ তারিখ মুক্তি পেতে চলেছে ‘অন্তিম’৷ জানা গেছে, এই ছবিতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুশ শর্মা। আর সালমান খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি।

এ ছাড়া আরো দেখা যেতে পারে নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। ছবিটি উপস্থাপন করেছে সালমান খান ফিল্মস। আর প্রযোজক সালমান খান নিজেই। পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকার।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ