Prothom Kolkata

Popular Bangla News Website

কি হল বুম্বাদার! এমন ভাবে কোথায় হেঁটে যাচ্ছেন?জেনে নিন আসল ঘটনা

1 min read

।। প্রথম কলকাতা ।।

তিনি হেঁটে যাচ্ছেন, লিফটে উঠছেন। কিন্তু কোনও ক্ষেত্রেই তাঁর মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। কিন্তু কে তিনি ভাবছেন তো? তিনি হলেন সকলের প্রিয় বুম্বা দা। তবে হঠাৎ এমন সাদা মাটা পাঞ্জাবী পাজামা পড়ে , চুল সাদা করে লিফটে উঠে চললেন কোথায় তিনি!

আগেই ঘোষণা হয়েছিল, এক নতুন লুকে দেখা যাবে টলিউডের বুম্বাদা তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সম্প্রতি পরিচালক অতনু ঘোষ প্রসেনজিৎকে নিয়ে শুরু করে দিলেন নতুন ছবির শুটিং। নাম ‘শেষ পাতা’। আর সেই শ্যুটিং সেট থেকেই দেখা গেল বুম্বাদার নতুন লুক। যেখানে তাঁর চরিত্রের নাম বাল্মিকী।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। ভিডিওয় তাঁকে পিছন থেকে দেখা যাচ্ছে। শ্যুটিংয়ের ফাঁকে তোলা ভিডিও। ক্যাপশনে লিখেছেন, ‘শেষপাতা শ্যুট, বিহাইন্ড দ্য সিনস।’ একইসঙ্গে মাস্ক খোলার কারণও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, ‘শটের ঠিক আগেই মাস্কটা খুলে ফেলতে হয়েছিল স্পেশ্যাল মেকআপের জন্য।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ