Prothom Kolkata

Popular Bangla News Website

বড় মঞ্চে জ্বলে উঠতে পছন্দ করেন, বিশ্বকাপে রোহিতের থেকে কোহলিকেই এগিয়ে রাখছেন আমির

1 min read

।। প্রথম কলকাতা ।।

০১৭ সালে ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভার‍তের বিরুদ্ধে আগুনে পারফর্মেন্সের জন্যেই পাকিস্তানি পেসার মহম্মদ আমিরকে মনে রাখবেন ক্রিকেট অনুরাগীরা। সেই ম্যাচে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে ভারতের মাজা ভেঙে দিয়েছিলেন আমির। সেই আমিরই মনে করছেন ২৪শে অক্টোবরের ভার‍ত-পাক ম্যাচেও নয়া নায়কের জন্ম হবে।

তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমির বলেন – “একজন ক্রিকেটার হিসাবে আমি মনে করি ভারত-পাকিস্তান ম্যাচ বলেই নয়, উচ্চমানের ক্রিকেট উপভোগ্য। আমি ম্যাচের কঠিন সময়ে অবদান রাখতে পছন্দ করি। এই সমস্ত স্মৃতিগুলি সারাজীবন থেকে যায়। বড় ম্যাচের পারফর্মেন্সই একজন ক্রিকেটারের চরিত্রের প্রমাণ দেয়।”

বর্তমানে আবু ধাবি টি-টোয়েন্টি লিগে বেঙ্গল টাইগার্সের হয়ে খেলেন এই পাক পেসার। নিজের সাফল্যের চাবিকাঠি সম্পর্কে কথা বলতে গিয়ে আমির জানান – ” দুবাইয়ের পিচ ধীরগতির। বোলার হিসাবে আমি ব্যাটারদের সঙ্গে নয় পিচের সাথেই খেলি। উইকেট দেখে বোঝবার চেষ্টা করি। যদি পিচ ধীরগতির হয় তাহলে ১২০ কিমি প্র‍তিঘন্টায় বল করেই উইকেট নেওয়ার চেষ্টা করব, অহেতুক ১৪০ কিমিতে বল করব কেন? বোলার হিসাবে আপনাকে সবসময় পিচের চাহিদা অনুযায়ী বোলিং করতে হবে। যখন এই বিষয়টা আপনি শিখে যাবেন তখন সব ফরম্যাটেই সাফল্য আসবে। “

চলতি বিশ্বকাপে তারকাখচিত ভারতীয় দল নিয়েও কথা বলেছেন আমির। রোহিত না কোহলি, কে নজর কাড়বেন সংযুক্ত আরব আমিরশাহিতে? পাকিস্তানি পেসার বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলিকেই। কারণও ব্যাখ্যা করেছেন পাক পেসার। আমির বলেন – ” আমি সবসময়ই এই সব প্রতিযোগিতার জন্যে বিরাটকেই বেছে নেব। আমার মতোই ও বড় মঞ্চে নিজের প্রতিভা মেলে ধরতে পছন্দ করে। বিরাটের পরিসংখ্যান দেখলে আপনারা বুঝতে পারবেন চাপের মুখেই ওর সেরাটা বেরিয়ে আসে। আমি বিরাটের এই বিষয়টাই সবচেয়ে পছন্দ করি। “

Categories