Prothom Kolkata

Popular Bangla News Website

৪০০ মিটার মেডলিতে জাতীয় রেকর্ড গড়লেন বাঙালি সাঁতারু স্বদেশ মন্ডল

।। প্রথম কলকাতা ।।

শুক্রবার ৩৭তম সাব জুনিয়ার ও ৪৭তম জুনিয়ার ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে নিজের চতুর্থ জাতীয় রেকর্ড গড়লেন বাংলার সাঁতারু স্বদেশ মন্ডল। ৪০০ মিটার মেডলিতে কর্নাটকে শোয়ান গাঙ্গুলিকে হারিয়ে সোনা জিতেছেন স্বদেশ।

শুক্রবার ৪০০ মিটার মেডলির বাটারফ্লাইতে লিড নিয়েছিলেন স্বদেশ। দ্বিতীয় ১০০ মিটারে ব্যাকস্ট্রোকে এগিয়ে যান কর্নাটকের শোয়ান। এরপরের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আবার লিড নেন স্বদেশ। শেষ ১০০ মিটার ফ্রিস্টাইলে সেই লিড ধরে রেখেই প্রথম স্থান পেয়েছেন বাঙালি সাঁতারু। স্বদেশ ৪০০ মিটার মেডলিতে ৪.৩৪.১৫ সময় করে জাতীয় রেকর্ডও গড়েছেন। ২০১৮ সালের পুনেতে আদভিত পেগের করা ৪.৩৪.৭৬ সময়ের জাতীয় রেকর্ড পেরিয়েছেন বাংলার স্বদেশ। শুক্রবার ৪০০ মিটার মেডলির দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন কর্নাটকের সাঁতারুরাই। ৪.৩৪.৩৯ সময় করে রুপো জিতেছেন শোয়ান গাঙ্গুলি, ব্রোঞ্জ জেতা কল্প এস বোহরার সময় ৪.৪৩.০৫।

মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাইতে ময়ুরী লিঙ্গরাজের ২০১৬ সালে গড়া জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন হাশিকা রামাচন্দ্র। ১.০৫.৫১ সময় করেছেন কর্নাটকের হাশিকা। প্রতিযোগিতার একদিন বাকি থাকলেও পদকতালিকায় অনেক এগিয়ে কর্নাটক। ১৩৪টি পদক নিয়ে প্রথম স্থানে রয়েছে দক্ষিণের রাজ্যটি। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রের খাতায় ৬২টি পদক। বাংলা রয়েছে তৃতীয় স্থানে, জাতীয় প্রতিযোগিতায় ২৫টি পদক জিতেছেন এই রাজ্যের সাঁতারুরা।

Categories