Prothom Kolkata

Popular Bangla News Website

দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল “বান্টি অউর বাবলি ২” এর টিজার, রইলো ভিডিও

1 min read

।। প্রথম কলকাতা।।

শেষমেশ মুক্তি পেল “বান্টি অউর বাবলি ২” এর টিজার।২০০৫ সালের রানি-অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের জনপ্রিয় ছবি ‘বান্টি অউর বাবলি’-র দ্বিতীয় কিস্তি নিয়ে আসতে চলেছে যশরাজ ফিল্মস। তাতে রানি থাকলেও অভিষেক-অমিতাভ নেই।

আগামী ১৯ নভেম্বরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি । তবে ২০০৫ সালের সাদ আলির সুপারহিট এই ছবির সিক্যুয়েলে বদলেছে কুশীলবরা।সাদ আলির পরিবর্তে ছবির পরিচালনার দায়িত্বে পেয়েছেন বরুণ ভি. শর্মা। বান্টি অউর বাবলি ২ থেকে বাদ পড়েছেন পুরনো ছবির ‘বান্টি’ ওরফে অভিষেক বচ্চনও।তার বদলে দেখা যাবে ‘নয়া বান্টি’ সইফ আলি খানকে।অবশ্য আগের ছবির মতো এই ছবিতেও বাবলির ভূমিকায় থাকছেন রানি মুখোপাধ্যায়ই।

ছবির নাম যখন ‘বান্টি অউর বাবলি ২’,তখন ছবির গল্পে যে থাকবে নতুন ট্যুইস্ট এ আর নতুন কথা কি? ছবিতে সিঙ্গল নয়, থাকবে একজোড়া বান্টি-বাবলি।নতুন এই জুটিতে থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী।টিজারে মিলল এমনটাই আভাস।সোমবারই আসছে ছবির ট্রেলার।বান্টি অউর বাবলি ২তে আরও নতুন কি ট্যুইস্ট থাকছে তা জানা যাবে ট্রেলারেই।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ

Categories