Prothom Kolkata

Popular Bangla News Website

ইংরেজিতে ‘Good Night’ অনেকরকম ভাবে বলা যায়, জানুন সেসব মজাদার শব্দ

1 min read

।। প্রথম কলকাতা ।।

বিশ্বায়নের যুগে ইন্দো ওয়েস্টার্ন মিলেমিশে প্রায় এক। তাই বাঙালির কালচার থেকে আদব কায়দা সবেতেই এসেছে পাশ্চাত্যের ছোঁয়া। তাই সকালে সুপ্রভাতের পরিবর্তে বাঙালির দিন শুরু হয় গুড মর্নিং দিয়ে তেমনই শেষ হয় গুড নাইট দিয়ে। যার বাংলা অর্থ শুভ রাত্রি।

তবে জানেন কী এই গুড নাইট কে আর কী কী ভাবে বলা যেতে পারে? না জানলে জেনে নিন সেসব মজাদার শব্দ যার প্রয়োগে আপনি চমকে দিতে পারেন আশেপাশের বন্ধু বান্ধবদের।

১. ‘Good night’ শব্দটিতে নতুনত্ব আনতে এবার থেকে বলুন ‘nighty night’ কিংবা ‘sleep well’ বা ‘sleep tight’।

২. অনেক সময় আমরা হলিউড মুভি কিংবা ওয়েব সিরিজে বলতে শুনি ‘sleep well you sleepy head’ অর্থাৎ ‘sleepy head’ আমরা তখন বলি যারা ঘুমাতে যাচ্ছেন। তাই এবার ঘুমাতে যাওয়া ব্যক্তিকে good night এর পরিবর্তে বলুন এই কথা। শুনতে যেমন স্মার্ট লাগবে তেমনই উল্টো দিকের মানুষটা চমকে উঠবেন।

৩. এছাড়াও আমরা অনেক সময় বন্ধু বান্ধব কিংবা চেনা পরিচিতির সাথে দেখা হলে তাকে বিদায় জানবার সময় বলি ‘see you in the morning’ অর্থাৎ আবার সকালে দেখা হবে এক্ষেত্রে ‘i will see you in the morning’ ও বলা যেতে পারে।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ