Prothom Kolkata

Popular Bangla News Website

Weather: চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, আজ প্রবল বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

1 min read

। । প্রথম কলকাতা । ।

ফের একটা দুর্যোগ। আবারও ঘনীভূত হয়েছে দুর্যোগের মেঘ। মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ একাধিক জেলায়। গুলাবের আতঙ্কে ভুগছে বাংলা যদিও ওই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন পড়েনি রাজ্যে। তবে মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বাংলার উপকূলের দিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন ঐ ঘূর্ণাবর্ত এগোবে। যার ফলে আজ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। এছাড়াও উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইবে।

আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণাতে। এছাড়া বৃষ্টি হবে কলকাতা, হুগলি, হাওড়া উত্তর ২৪ পরগণা ,পুরুলিয়া, বাঁকুড়াতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়ায়। প্রবল বর্ষণের জন্য বৃষ্টিতে ভিজবে আজ দক্ষিণবঙ্গ। সব রকম বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের তরফে উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে‌। এছাড়াও মৎস্যজীবীরা যাতে বুধবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান সে কথাও বলা হয়েছে।

ঝোড়ো হওয়া এবং বৃষ্টিতে খারাপ থাকবে সমুদ্রের আবহাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। নদীতে জল স্তর বাড়বে। আবার যে এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে সেখানে আরও বেশি করে জল জমতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ