Prothom Kolkata

Popular Bangla News Website

মুক্তি পাচ্ছে পুনর্জন্ম ২, পোস্টার রিলিজ করলেন মেহজাবিন

1 min read

।। প্রথম কলকাতা।।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই মুক্তি পেতে চলেছে পুনর্জন্ম ২।এই বছর ঈদের আয়োজনের অন্যতম আলোচিত নাটক ছিল ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভেসেছে নাটকটি। ইউটিউবেও সাড়া ফেলেছে। আর এবার দর্শক চাহিদার কথা বিবেচনা করে আসতে চলেছে নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম ২’ ।

সম্প্রতি নাটকের মুখ্য চরিত্রে থাকা মেহজাবিন তার ফেসবুক একাউন্ট থেকে পুনর্জন্ম ২ এর পোস্টার রিলিজ করলেন, সাথে জানিয়ে দিলেন মুক্তির তারিখও। আগামী ১লা অক্টোবরেই মুক্তি পেতে চলেছে পুনর্জন্ম ২।

প্রসঙ্গত, পুর্নজন্ম নাটক সম্পর্কে পরিচালক বলেছিলেন, পুনর্জন্ম নাটকের মাধ্যমে সঠিকভাবে ডার্ক থ্রিলার গল্প বলতে চেয়েছিলেন তিনি। যেন টান টান উত্তেজনা থাকে। কাজটি টুইস্টে ভরপুর ছিল। দর্শক প্রেডিকশন করতে পারেনি শেষে কী হতে যাচ্ছে। খুব ভালো রেসপন্সও পেয়েছেন তারা। এই রেসপন্স এর পরই তিনি পুনর্জন্ম ২ এর কথা ভেবে নিয়েছিলেন ফলে এই নাটকটি নিয়ে দর্শকরা খুবই উচ্ছসিত।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ

Categories