Prothom Kolkata

Popular Bangla News Website

কালো গাউনে লাস্যময়ী নৃত্যে মাতলেন স্যান্ডি, নেটদুনিয়ায় হাসির খোরাক

1 min read

নেটদুনিয়ায় ভাইরাল তাঁর নানা ভিডিও। কখনও যশ দাশগুপ্ত তাঁর সিঁথিতে সিঁদুর দিচ্ছেন তো কখনও মুনমুন সেন সেজে নেটিজেনদের হাসাচ্ছেন।তিনি আর কেউ নিন, তিনি হলেন খোদ স্যান্ডি সাহা। স্যান্ডির প্রতিটা কাণ্ডকারখানাতেই হেসে খুন ভারচুয়াল দুনিয়ার বাসিন্দারা।  তবে এবার স্যান্ডিকে দেখা গেল একেবারে লাস্যময়ী রূপে। সম্প্রতি স্যান্ডি একটি কালো ঝাঁ চকচকে গাউনে সেজে উঠলেন তার ইনস্টারিলসে, শুধু তাই ই নয় সাথে বেজে চলছে সেই ভাইরাল গান মানিকে মাগে হিতে।

কিন্তু রিলসে রয়েছেন স্যান্ডি সাহা তাই এত অল্পের মধ্যে কি আর তিনি তার রিলস বানাবেন! তা কখনো সম্ভবই নয়। রিলসের শুরুতেই স্যান্ডির গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আর পরনে একটি লাল গামছা পড়েই সমুদ্রের ধারে শুরু করলেন তার নৃত্য তারপরই তিনি চলে আসেন সেই কালো গাউনে লাস্যময়ী লুকে। বরাবরই তার সাজ পোশাকের বাহারে নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় স্যান্ডি। এবারও তার নড়চড় হয়নি। এই সাজে রিলস দেখেই তার অনুগামীরা তাকে একরাশ প্রশংসায় ভরিয়ে দিলেন।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ