।। প্রথম কলকাতা ।।
Annwesha Hazra: টলিউডের অত্যন্ত পরিচিত মুখ তিনি। ছোটপর্দায় তাঁর কাজ দর্শকদের মনে ছাপ ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যাও তাঁর কম কিছু নয়। আর বাকি তারকাদের মতন তিনিও নিজের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত শেয়ার করে থাকেন নেট মাধ্যমে। এবার নিজের স্কুলের জীবনের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)।
‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবির সঙ্গে বেশ কিছু কথাও অনুরাগীদের জানিয়েছেন তিনি। প্রত্যেকের জীবনেই স্কুল লাইফের কিছু মধুর স্মৃতি রয়েছে। আর সেরকমই সাফল্যতার শিখরে উঠেও নিজের স্কুল জীবনকে ভোলেননি অন্বেষা। তাই বর্ধমানে নিজের স্কুলে গিয়ে পুরনো দিনে ফিরে গিয়েছেন তিনি। বর্ধমানেরই মেয়ে অভিনেত্রী। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা সমস্ত কিছু। এ বছর ২৬ জানুয়ারি ছিল সরস্বতী পুজো। আর সেদিন স্কুলে না গেলে ভগবান এক প্রকার পাপ দেবে। তাই স্কুলে গিয়ে সেই পুরনো দিদিদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শিক্ষিকার সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দী করে নিজের কাছে রেখে দিয়েছেন অন্বেষা।
ছবি পোস্ট করে লিখেছেন, ‘কণিকাদির হাত ধরে হোস্টেল থেকে বেরিয়ে মহকুমা হাসপাতাল গেলেও মনে হতো পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওঁনার বকুনির ভয়ে কম শরীর খারাপ করত। প্রায় দশ বছর হয়ে গেল সেই বকুনির। খুব মিস করি আপনাকে’। সেইসঙ্গে তিনি বলেন, ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই একটা মানুষের উপরেই ভরসা করে গিয়েছেন তিনি। পাশাপাশি নিজের করা একটি অপরাধও স্বীকার করেছেন। যা তাঁর সামনে দাঁড়িয়ে করতে পারেননি।
লিখেছেন, ক্লাস টেনে পড়ার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরও কয়েকজন মিলে আপনার অনুপস্থিতিতে আম পাড়ার লগা দিয়ে আপনার ঘর থেকে কাচঘরের চাবি চুরি করেছিলাম। কারণ টিভি দেখব বলে, তার জন্য দুঃখিত। এমনিতে আমরা সবাই ছোটবেলায় কিছু না কিছু ভুল করেছি। স্কুল জীবন মানেই তাকে ঘিরে রয়েছে অনেক দুষ্টুমির স্মৃতি। এদিন অভিনেত্রীর পোস্টে তার ভেতরের দুষ্টুমির সঙ্গে পরিচিত হয়েছেন ভক্তরা। শেষ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’তে দেখা দিয়েছে তাঁকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম