Prothom Kolkata

Popular Bangla News Website

দূরপাল্লার বাসে ফুড কর্নার সহ একাধিক উদ্যোগ, অভিনব ভাবনায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম

1 min read

।। প্রথম কলকাতা ।।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আবারও অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। জানা গিয়েছে রাজ্য সরকারের পরিবহণ নিগমের দূরপাল্লার বাসে এবার থেকে থাকবে বেশকিছু পরিষেবা। দূরপাল্লার বাসে কী কী বিশেষ পরিষেবা থাকবে, জানা গিয়েছে, এবার থেকে দূরপাল্লার এসি ভলভো বাসগুলিতে যাত্রীদের জন্য বিনামূল্যে দেওয়া হবে ৫০০ লিটারের পানীয় জলের বোতল। তবে কেউ বেশি নিতে চাইলে দাম ধার্য করা হবে। এছাড়া থাকছে ছোট খবরের কাগজ পড়ার ঘর। যেখানে তিনটি ভাষার কাগজ থাকবে যাত্রীদের জন্য। এছাড়া থাকছে ছোট একটি ফুড কর্নার, যেখানে বিস্কুট ও মুখরোচক খাবার ও স্ন্যানকস রাখা থাকবে। যা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিনতে পারবেন যাত্রীরা। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ৫ই অগাস্ট থেকেই এই বিশেষ যাত্রী পরিষেবা চালু হবে নির্দিষ্ট একটি রুটে। আপাতত, ধর্মতলা থেকে সিউড়ি বোলপুর হয়ে যাওয়া দূরপাল্লার এসি বাসের মধ্যেই যাত্রীদের জন্য চালু হচ্ছে এই বিশেষ পরিষেবা।

জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে আপাতত এই পরিষবা চলবে এই একটি রুটেই। এতে সরকারের লাভ হলে আরও অন্যান্য রুটে এই বিশেষ পরিষেবা দেওয়া হবে বলে পরিবহণ নিগম সূত্রে খবর। দিঘা, বোলপুর, মায়াপুর, বকখালি রুটেও দূরপাল্লার বাসে খুব শীঘ্রই চালু করা হবে এই বিশেষ পরিষেবা বলে জানা গিয়েছে। আজ নবান্নে বেশকিছু নতুন পরিকাঠামো যুক্ত এই বাসের উদ্বোধন করা হয়। শুধুমাত্র যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের তরফে জানানো হয়েছে।

News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন প্রথম কলকাতা অ্যাপ