Prothom Kolkata

Popular Bangla News Website

ঢাকায় দুবাই ভিসা সেন্টারে বিস্ফোরণে মৃত ১

।। প্রতীক রায়, ঢাকা অফিস।।

রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে দুবাই ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছায়। পাঠানো হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটও।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান জানান, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিটুকু তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সরেজমিনে আছে এবং এসি কন্ট্রোলরুম থেকে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সার্চিং কাজ অব্যাহত।

পিসি/