প্রথম বিয়ে সুখের হয়নি। রাজাকে বিয়ে করে নবনীতার সুখের সংসার। প্রথম পক্ষের শ্বশুরবাড়িতে কোন অন্ধকার জীবন ভুলতে পারেন নি। মেয়ে আছে তবুও আবার বিয়ে! কিন্তু নতুন শাশুড়িমা নবনীতা মেনে নিতে পেরেছেন কি?
রাজার সাথে কীভাবে কাটছে নবনীতার দিনগুলো? দ্বিতীয় বিয়েতে কী সুখ পেলেন নবনীতা?
আসুন জেনে নিই আজকের প্রতিবেদনে।
গৃহপ্রবেশ সিরিয়ালে শুভর জীবনে ভিলেন নবনীতা। আচ্ছা বাস্তব জীবনে তার জীবনে সবচেয়ে বড় শত্রু কে?
আগেও এক বার বিয়ে করেছিলেন। তাঁদের একটি মেয়েও আছে। প্রথমন স্বামী চলে যাওয়ার পর গঙ্গা থেকে যখন তাঁর শেষকৃত্য করে উঠেন তখন পাশে শ্বশুরবাড়ির কোনও লোক ছিল না। এত দিন যাঁরা এত কথা শুনিয়ে এসেছিলেন, দোষ দিয়ে এসেছিলেন তাঁরা কেউ ছিলেন না। মেয়েকে নিয়ে শুরু হয় লড়াই। হাত টা তখন বাড়িয়ে দিয়েছিলেন রাজা।রাজা নিজেও টলিপাড়ার খুব চেনা মুখ। রাজা-নবনীতার সুখের সংসারের গল্প বার বার শোনা গিয়েছে দিদি নম্বর ১-এ।
বউমার প্রশংসায় যাকে বলে পঞ্চমুখ নবনীতার শাশুড়ি।
জীবনের অক্সিজেন, তাঁর অভিনয় বন্ধ করিয়ে দিয়েছিলেন তাঁর প্রথম স্বামী। তারপর মেয়েকে নিয়ে চলে এসেছিলেন বাপের বাড়িতে। তারপর কোর্ট-কাচারি-উকিল করতে করতেই স্বামী চলে যান। নতুন করে স্ট্রাগল শুরু হয় নবনীতার। তবে রাজা এসে নতুন করে গুছিয়ে দিয়েছেন। ২০২০ সালের জুলাই মাসে সই-সাবুদ করে অভিনেতা রাজা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন নবনীতা।
কিন্তু মেয়েকে নিয়েই চিন্তা ছিল নবনীতার। বিয়ের পর রাজাকে কি মেনে নেবেন । রাজাও বা কতটা আপন করে নেবে । সে নিয়ে সন্ধেহ ছিল। কিন্তু বিয়ের পর সব ভুল ভেঙে গিয়েছে নবনীতার।
রাজার সঙ্গেও অনেক বার দিদির মঞ্চে এসেছেন নবনীতা। নবনীতা বলেছিলেন আমার কাজ নিয়ে শুধু রাজা নয়, আমার শ্বশুরবাড়ির সবাই খুব সাপোর্টিভ। শাশুড়ি-ননদ সবাই আমাকে খুব সাপোর্ট করে। মেয়ের সঙ্গেও দারুণ বন্ডিং তাঁর দ্বিতীয় স্বামীর। অভিনেত্রী স্পষ্ট বলেন, আমি শুরুতেই বলে দিয়েছিলাম আমার মেয়ে এই সম্পর্ক না মানলে আমার কিছু করার নেই, কিন্তু দেখলাম দুজনের দারুণ বন্ডিং। রাজার কথায় নবনীতা ভীষণ অগোছানো, তবে একটু একটু করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছেন নবনীতা। তাঁর ও রাজার একটি জিমও রয়েছে নেতাজিনগরে। অভিনয়ের পাশাপাশি সেই ব্যবসাও দেখেন তাঁরা। রাজার সাতে গুছিয়ে সংসার করছেন নবনীতা। নতুন করে ফ্ল্যাট সাজিয়েছেন। চোখ ধাঁধানো সাজসজ্জা।