৬০০ টাকায় মিলবে টিকিট, সময় লাগবে মাত্র তিন ঘন্টা। আর আপনি পৌঁছে যাবেন চেন্নাই টু কলকাতা।
হ্যাঁ ঠিকই শুনেছেন। কীভাবে যাবেন?
চলুন জেনে নেওয়া যাক প্রথম কলকাতার লেখায়।
ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবথেকে সস্তার মাধ্যম হল রেল পরিবহন ব্যবস্থা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাত্র কয়েকশো টাকার বিনিময়ে চলে যাওয়া যায় নির্দিষ্ট ট্রেনে চাপলেই। রেল যাত্রা বেশ আরামদায়কও বটে। যদিও ট্রেনে যাতায়াতের এক বছর সুবিধা থাকলেও অসুবিধাও কিন্তু রয়েছে একটি। আর সেটা হল, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে বেশ অনেকটা সময় লেগে যায়। আর তাই জরুরী কাজের জন্য যদি গন্তব্যস্থলে পৌঁছাতে হয় তাহলে সাধারণ মানুষকে বিমানের উপরেই ভরসা রাখতে হয়। তবে এতে আবার পকেটের চাপ পড়ে বেশি। কিন্তু এবার আর নেই চিন্তা। একেবারে সস্তায় মাত্র তিন ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন চেন্নাই টু কলকাতা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার আরো সস্তায় ভ্রমণ করা যাবে! তাও আবার ট্রেনের থেকে অনেক গুন কম সময়ে! ভাবছেন কীভাবে সম্ভব? তবে কি এবার কমে যাচ্ছে বিমান ভাড়া? না সেটাও নয়।
একবার ভেবে দেখুন তো, চেন্নাই থেকে কলকাতা মাত্র তিন ঘন্টায় মাত্র ৬০০ টাকায় যদি ভ্রমণ করা যায় যা তাহলে কেমন হয়? এই খরচ কিন্তু ট্রেনের এসি থ্রি টায়ার ট্রেনের টিকিটের চেয়েও কম। কী করে সম্ভব এই অসাধ্য সাধন? তাহলে কী গুপিবাগার জুতোর সন্ধান মিললো? বিষয়টা যতই মজার হোক না কেন আসলে কিন্তু বাস্তব। আইআইটি মাদ্রাজ ইনকিউবেটেড স্টার্টআপ ওয়াটারফ্লাই টেকনোলজিস আবিষ্কার করেছে এক নতুন উইং ইন গ্রাউন্ড ক্রাফট। যা দেখতে অনেকটা ফ্লাইং সসার বা ইউএফওর মতো। ইলেকট্রিক সিগ্লাইডার নামে পরিচিত এই গাড়ি স্থলে চলে আবার প্রয়োজনে আকাশেও উড়তে পারে। আসলে এই যান জলতলের কিছুটা ওপর দিয়ে উড়ে যেতে পারে। এটি ৪ মিটার উচ্চতায় জলপৃষ্ঠের সমান্তরালে বাতাসের মধ্য দিয়ে উড়ে যেতে পারে এবং একটি নির্দিষ্ট গতিতে ভ্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। উড়ন্ত নৌকাটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০০ কিলোমিটার বলে দাবি করা হচ্ছে। বরফ, মরুভূমি এবং অন্যান্য পৃষ্ঠের উপরও উড়তে পারে।
বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়াতে, ওয়াটারফ্লাই টেকনোলজিস সম্প্রতি এই ইলেকট্রিক সিগ্লাইডার ক্রাফটের ব্লু প্রিন্ট বা নকশা তৈরি করেছে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি সাধারণ যাত্রীদের জন্য এই অত্যাধুনিক পরিবহন পরিষেবার ব্যবস্থা করে দেওয়া হবে।
উল্লেখ্য, কলকাতা থেকে চেন্নাই, বা ব্যাঙ্গালুরুর মতো জায়গায় যেতে হলে সময় লাগে প্রায় ৩০ থেকে ৩৬ ঘন্টা। কিন্তু এবার মাত্র তিন ঘন্টার মধ্যেই চেন্নাই থেকে কলকাতা যাতায়াত করা সম্ভব হবে। আসলে কি বলুন তো, উন্নয়নের ক্ষেত্রে প্রায় প্রতিদিন নতুন নতুন মাইলস্টোন সৃষ্টি করছে ভারত। আর যদি এবার এই বিশেষ পরিষেবা যাত্রী সাধারণের জন্য শুরু হয় তাহলে গোটা বিশ্বজুড়ে আরও একবার নবজাগরণের পথ খুলে দেবে আমাদের দেশ তা বলাই বাহুল্য।