নিয়মিত কুকুরকে খাবার খাওয়ালে জীবনে ঘটবে একগুচ্ছ বদল | Prothom Kolkata

কুকুরকে খাবার খাইয়েই কিভাবে ভাগ্য বদল?

নিয়মিত কুকুরকে খাবার খাওয়াচ্ছেন? রুটি, বিস্কুট, ভাত সবই রাখছেন তালিকায়? জানেন এতে আপনার জীবনে পড়ছে ঠিক কোন প্রভাব? কী বলছে বাস্তুশাস্ত্র? বিস্তারিত দেখুন আমাদের আজকের প্রতিবেদনে।

কুকুর ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা হাতেগোনা। আজকাল কমবেশি সকলের বাড়িতেই রয়েছে কুকুর। অনেকেই আবার রাস্তার কুকুরদের ভীষণ যত্ন করতে ভালোবাসেন। তাইতো নিয়মিত খাবার খাওয়ানোর অভ্যেস থাকে অনেকেরই। আপনার রয়েছে নাকি এই অভ্যেস? জানেন নিয়মিত কুকুরকে খাবার খাওয়ালে ঠিক কি হয়?

 

নিজের বাড়িতে কুকুর থাকুক আর নাই থাকুক, রাস্তা ঘাটে চলতে ফিরতে কোনও কুকুর কাছে এসে দাঁড়ালে তাকে বিস্কুট বা অন্য কোনও খাবার কিনে দেয় অনেকেই। এমনকি যাঁরা কুকুরকে ভয় পান তাঁরাও রাস্তায় কুকুর লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকলে তাঁকে হয়তো কিছু কিনে খেতে দেন। কিন্তু প্রতিদিন কুকুরকে খেতে দিলে কী হয় জানেন? জ্যোতিষশাস্ত্রে এর ফলে কোন প্রভাবের কথা উল্লেখ করা আছে বলুন তো?

 

জ্যোতিষশাস্ত্র মতে, কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনি বা রাহু-কেতু দোষ থাকলে, তা প্রতিকার করা উচিত। না হলে নানা সমস্যা হতে পারে। অর্থজনিত সমস্যা, সম্পর্কে বাঁধা এমনকি সম্মানহানি ঘটতে পারে। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের শান্ত রাখতে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো নিয়মিত কুকুরকে খাবার খাওয়ানো। হ্যাঁ শুনতে অবাক লাগলেও বাস্তবে এটাই সত্যি। আপনি যদি নিয়মিত কুকুরকে খাবার খাওয়ান তাহলে আপনার জীবনে একগুচ্ছ বদল ঘটবে।

 

আপনার বাড়িতে যদি থাকে কুকুর তাহলে সহজেই সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী। ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনও বাড়িতে কুকুর থাকলে সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া থাকে। পরিবারের সদস্যরা সুস্থ থাকেন। কুকুর থাকলে সেই বাড়িতে রোগ-বালাই ঢুকতে পারে না বলেই দাবি জ্যোতিষের।

 

কুকুরের দেখভাল করলে আপনার মধ্যে ইতিবাচক মনোভাব কাজ করে। আপনি ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন, মানসিক স্থিরতা আসে। ব্যক্তির চারপাশের পরিবেশেও তার আভাস মেলে। যে কোনওরকম কুদৃষ্টি থেকেও আপনি অব্যাহতি পান।

 

মনে করা হয়, কালো কুকুর নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। বাড়িতে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে। ঘর-বাড়িকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতেও সাহায্য করে। শাস্ত্র অনুসারে, শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান।

 

যদিও নানা অসুবিধার কারণে অনেকেই বাড়িতে কুকুর রাখতে পারেন না। তাই বাড়িতে যদি কুকুর রাখতে নাও পারেন, রাস্তার কুকুরকে খাবার খাওয়াতে পারেন। এতে শনিদেব খুশি হন।

 

কুকুরকে খাওয়ালে এবং সেবা করলে শনিদেব খুশি থাকেন। যাঁদের শনির মহাদশা, সাড়ে সাতি বা ঢাইয়া রয়েছে, তাঁদের অবশ্যই প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত। কুকুরের সেবা করলেও শনি গ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মত অনেকের।

 

সবশেষে বলাই যায়, কুকুরের চেয়ে ভালো বন্ধু হয় না। ওরা আপনার দুঃখকে অনুভব করে। হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না, তবু বুঝিয়ে দেয়, কতখানি সমব্যথি। এই কারণেই বহু মানুষের কাছে কুকুর সন্তানসম। আপনার একাকিত্ব দূর করে, আপনাকে ব্যস্ত রাখে সব সময়। ফলে জ্যোতিষমতে হোক কী যুক্তি-বুদ্ধিতে, কুকুরের মতো পোষ্য দুটি নেই।

Exit mobile version