শাহরুখের সুপারহিট নায়িকা,তিনি নাকি বলিউডের দ্বিতীয় শ্রীদেবী। অভিনয়-নাচ ও সৌন্দর্যে একে একে টেক্কা দিয়েছেন অনেককেই। ছোটবেলাটা কেমন ছিল? দিব্যা ভারতীর প্রেমে পড়েছিলেন গোবিন্দা?
বিয়ে করবেন বলে ঠিক হয়ে গিয়েছিল! তারপর কী হল?
দিব্যা ভারতীকে আজও ভুলতে পারেনি বলিউড, তার জীবনের কিছু অজানা তথ্য আপনাকে ভাবাতে বাধ্য করবে।
কেমন ছিল দিব্যা ভারতীর জীবন?
বলিউডের উজ্জ্বল নক্ষত্র ছিলেন দিব্যা ভারতী। মাত্র ১৯ বছর বয়সেই বিদায় নিলেন এই অভিনেত্রী, কিন্তু তার অভিনয়, সৌন্দর্য আর ব্যক্তিত্ব আজও মানুষের হৃদয়ে অমর। কিন্তু কেমন ছিল তার শৈশব? স্কুল জীবনে কেমন ছিলেন তিনি? চলুন, ফিরে যাই তার পড়াশোনার দিনে।
দিব্যা ভারতী জন্মগ্রহণ করেন ২৫ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে, মুম্বাইয়ে। তিনি ছোটবেলা থেকেই চঞ্চল ও প্রাণোচ্ছল ছিলেন। তার বাবা ও মা তাকে ভর্তি করান মুম্বাইয়ের *মানেকজি কুপার স্কুলে*। এই স্কুল বলিউডের অনেক নামী অভিনেতা-অভিনেত্রীর শিক্ষাজীবনের সূচনা করেছে।
পড়াশোনার দিক থেকে দিব্যা ছিলেন মাঝারি মানের ছাত্রী। তার বন্ধুদের মতে, তিনি খুব মেধাবী ছিলেন না, তবে স্কুলে বেশ জনপ্রিয় ছিলেন। তার হাসি, চঞ্চলতা এবং স্টাইল সবার নজর কাড়ত। ছোট থেকেই অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল, এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন।
শিক্ষাজীবন খুব বেশিদূর এগোয়নি। মাত্র ১৪ বছর বয়সেই মডেলিং ও অভিনয়ের অফার পেতে থাকেন। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও, শেষ পর্যন্ত বলিউডের দিকে ঝুঁকে পড়েন তিনি।
দিব্যা ভারতীর স্কুল জীবন ছিল স্বপ্ন দেখার এক ছোট্ট অধ্যায়। পড়াশোনা চালিয়ে না গেলেও, তিনি নিজের প্রতিভা দিয়ে খুব কম সময়েই বলিউডে অমর হয়ে গেছেন। আজও তার অনুরাগীরা তাকে ভালোবাসেন, মনে করেন, এবং তার স্মৃতিকে বাঁচিয়ে রাখেন।
একবার গোবিন্দা অকপটে স্বীকার করে ফেলেছিলেন তিনি দিব্যার রূপে মুগ্ধ। এতটাই যে প্রায় চোখে হারানোর সামিল। তখন তিনি কিন্তু বিবাহিত। কোনও অভিনেত্রীর নাম করে বলেছিলেন ফের দ্বিতীয়বার বিয়ে করতে চান তিনি! অবশ্য বুদ্ধিমানদের বুঝতে অসুবিধে হয়নি গোবিন্দার ইঙ্গিত কার দিকে ছিল।