আরোগ্য সেতু , সবচেয়ে ডাউনলোড করা হেলথকেয়ার অ্যাপ :অমিতাভ কান্ত


প্রথম কলকাতা ; বিশ্বের সবচেয়ে শীর্ষে থাকা বৈশিষ্ট্য সমন্বিত দশটি অ্যাপের মধ্যে রয়েছে আরোগ্য সেতু অ্যাপ । নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত শুক্রবার এমনটাই দাবি করেছেন।আরোগ্য সেতু হল করোনা আক্রান্ত রোগীদের নজর রাখার জন্য সরকারের ডেভেলপ করা অ্যাপ।অমিতাভ কান্ত তার টুইট বার্তায় জানিয়েছেন, অবিশ্বাস্য !
ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিকে উপজীব্য করার ক্ষেত্রে। আরোগ্য সেতু সবচেয়ে ডাউনলোড করা হেলথকেয়ার অ্যাপ এবং ২০২০ সালের এপ্রিলে প্রথম মাসেই বিশ্বে শীর্ষে থাকা দশটি ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে রয়েছে। যা আগে কখনো দেখা যায়নি।
আমরা একত্রিত হয়েছি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে।৪ মে পর্যন্ত এই আরোগ্য সেতু মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে প্রায় নয় কোটি ব্যবহারকারী। কেন্দ্র এটা বাধ্যতামূলক করেছে সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য যাতে তারা এই করোনা অতি মহামারীর সময় তার বিরুদ্ধে লড়াই করতে এটি ব্যবহার করেন। শেয়ার করুন