বদলে যাচ্ছে কলকাতার চেনা জানা শব্দ, দৃশ্য, বর্ণ, গন্ধগুলো। ইংরেজরা যত গেঁড়ে বসতে শুরু করেছিল । ব্রিটিশ ধাঁচের ঘরবাড়িতে ছেয়ে গিয়েছিল শহরটা। পরে সাবেকি জমিদারদের রাজত্ব। বড় বড় জানলা, কড়ি বর্গা, খড়খড়ি। ফ্ল্যাট কালচার প্রবেশ করতেই শহরের মানুষগুলো কেমন যেন মুখ লুকোতে শুরু করল। বাড়ি বলতে এখন হাতে গোনা। সল্টলেক, উল্টোডাঙা বা বেহালা টালিগঞ্জ। প্রথম প্রথম ৫ তলা ফ্ল্যাট হলেও এখন সেসব পৌঁছেছে ১০ থেকে ২০ ।
এই শহরেই হাত বাড়ালে এখন আকাশ ছোঁয়া যায়। এই যেমন দ্য ৪২। শহরের প্রায় সব প্রান্ত থেকেই যে বিল্ডিং দেখতে পান শহরবাসী।ত ৬৫ তলার এই সুবিশাল বিল্ডিং হার মানিয়েছে দক্ষিণ মুম্বইয়ের দ্য ইম্পিরিয়ালকেও।, দুবাই, ব্যাঙ্কক বা সিঙ্গাপুর।এক একেকটি আবাসনেই আস্ত শহর যেন। বড় বড় আবাসনের ছাদেই জঙ্গল তৈরি করা হয়। যাকে বলে ক্লাউড ফরেস্ট। অন্য আবাসনের সাথে কানেক্টিংং পুল। স্কাইওয়াক। মেঘের কোলে বসে সিনেমা দেখার সুযোগ। এখন সেসবই হতে চলেছে কলকাতায়।
গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থার উদ্যোগে এরকমই একটি বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে কলকাতার রাজারহাটে। যা আগে কখনও হয়নি।
গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থাটি কলকাতা ভোল বদল করতে চলেছে। শহরে এই নতুন আবাসন দেখলে মনে হবে যেন বিদেশ। জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প।পোল্যান্ডের ওয়ারশ মাস্টার প্ল্যান, বালির ডায়মন্ড কাবানাস রেসিডেন্স অ্যান্ড রিসোর্টস এবং দুবাইয়ের ফ্যাশনজ-এর মতো প্রকল্পের অংশীদারিত্ব করার পর এবার পুর্ব ভারতের কলকাতায়।
এবার প্রশ্ন কোথায় হচ্ছে? কী প্ল্যান করা হয়েছে? সাধারণের নাগালের বাইরে হলেও এরকম একটি ফ্ল্যাট স্বপ্নই বটে।
রাজাহাট ও নিউটাউনের মধ্যে ৮ একর জমির উপর নির্মিত নবনির্মিত এফ রেসিডেন্সেস- এর মধ্যে থাকছে অত্যাধুনিক ডিজাইনের ৩ ও ৪ বিএইচকে এয়ার-কন্ডিশনড অ্যাপার্টমেন্ট, দ্বিস্তর বিশিষ্ট সুইমিং পুল যা কলকাতায় প্রথমবার।
এছাড়াও এক্সক্লুসিভ লাক্সারি ক্লাবহাউস, রুফটপ ক্লাউড ফরেস্ট ও আরো অনেক কিছু। প্রকল্পের প্রথম পর্যায়ে ১১টি টাওয়ারে ১৩ তলা বিশিষ্ট ৮৮০টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে, যার প্রাথমিক মূল্য শুরু ১.২ কোটি টাকা থেকে। ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ সম্পন্ন হবে এবং পরবর্তী পর্যায়ে আরও ৫-৬টি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন আবাসন প্রসঙ্গে ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, কলকাতায় প্রথমবারের মতো এফ রেসিডেন্সেস আনতে পেরে আমরা গর্বিত। এই প্রকল্প ফ্যাশন ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে, যেখানে আন্তর্জাতিক মানের ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে।
কলকাতার আনাচে কানাচে কত পুরনো বাড়ি। তিলোত্তমার ইতিহাসের টুকরো নিয়ে আজও তারা অমলিন। এই সমস্ত বাড়ি তাদের সঙ্গে নিয়ে চলেছে পুরনো কলকাতার সাক্ষ্য।
পুরনো দিনের বাড়িতে লুকিয়ে থাকে জানা-অজানা নানা ইতিহাস। স্থাপত্যগুলি বেশির ভাগই এখন গর্ভে মিলিয়ে যাচ্ছে। কলকাতা হয়ে উঠছে বিদেশ। এবার আবাসন নিজেই যেন আস্ত শহর।
ছোট ফ্ল্যাটে থাকতে থাকতে হাপিয়ে উঠেছেন? আর বোর হবেন না। বাড়িতেই হয়ে যাবে বেড়ানোর জায়গা।
জানলা খুললেই আকাশ ছুঁতে পারবেন। কে বলতে পারে এটাই হয়তো হতে চলেছে আপনার স্বপ্নের ফ্ল্যাট।
প্রতিবেদন – রিমিতা রায়